kalerkantho


খাগড়াছড়িতে টাকা ছিনতাইকালে ছিনতাইকারী গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ০০:৫৯খাগড়াছড়িতে টাকা ছিনতাইকালে ছিনতাইকারী গ্রেপ্তার

খাগড়াছড়িতে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকবর হোসেন নামে এক যুবককে আটক  করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রবিবার রাত ৯টার দিকে নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আসিফ বাড়ি ফিরছিল। পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০ হাজার টাকার মতো ছিল বলে জানান তিনি।

আটক আকবর ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। তার সঙ্গে আরও দু’জন ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মন্তব্য