kalerkantho


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৭ ২০:২১জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

'আইন মেনে চালাব গাড়ি, ফিরব সবাই বাড়ি, চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে'- এসব স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতাক্ষীরা জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) তপন কুমার মজুমদার, মোটরযান পরিদর্শক আমীর হোসেন, ম্যাকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল, অফিস সহকারী নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, গাড়িতে ইচ্ছেমতো হাইড্রোলিক হর্ণ বাজানোর ফলে শব্দ দূষণ হচ্ছে। নিষেধ থাকার পরও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হর্ণ বাজানো হচ্ছে। মোটরযান চলাকালে এয়ারফোন বা মোবাইল ফোন ব্যবহার করার ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ ছাড়া মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল বা যাত্রী বহন করা হচ্ছে। ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় সংকীর্ণ রাস্তায় গাড়ি চালানো, যত্রতত্র স্পিডব্রেকার বসিয়ে রঙ দিয়ে চিহ্নিত না করায় দুর্ঘটনা বাড়ছে।

এ ছাড়া ভালো সড়ক না থাকার পরও নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনা কমছে না। ট্রাফিক পুলিশের স্বক্রিয় ভূমিকাসহ 'জনসচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে। এ জন্য পেশাজীবী গাড়িচালকসহ সবাইকে সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি ও সকল নিয়মের অনুশাসন মেনে চলতে হবে।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মন্তব্য