kalerkantho


ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ অক্টোবর, ২০১৭ ১২:১৮ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

'সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি' এ স্লোগান নিয়ে নানা কর্মসূচিতে ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর যৌথ উদ্যোগে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআরটিএর উপপরিচালক আতিকুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহ্ঙ্গাীর আলম, ট্রাফিক পরিদর্শক খুরশীদ আলম, জুবায়ের জাকির প্রমুখ। বক্তারা বলেন, সকলে মিলে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। যাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদহানির ঘটনা কমে আসে।মন্তব্য