kalerkantho


পাবনায় রেললাইনের মাটি ধসে উত্তর-দক্ষিণ রেল যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৭ ০৮:৫৫পাবনায় রেললাইনের মাটি ধসে উত্তর-দক্ষিণ রেল যোগাযোগ বন্ধ

ছবি অনলাইন

পাবনায় চাটমোহর ও গুয়াখুড়া রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় বৃষ্টির কারণে রেললাইনের মাটি সরে গেছে। এতে আজ রবিবার সকাল প্রায় সাড়ে ৬টা থেকে পাবনার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে ডিভিশনাল ট্রাফিক অফিসার (পশ্চিমাঞ্চল) জানান, রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। লাইন ঠিক করা না হলে এখানে ট্রেন চলাচল করা সম্ভব নয়।

জানা গেছে, চাটমোহর ও গুয়াখুড়া স্টেশন এর মাঝে ২৩৬/৮ কিলোমিটার পিলারে রেললাইনের মাটি সরে লাইন বেঁকে যাওয়ায় সকল ধরনের ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ আছে।

 মন্তব্য