শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরির লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। আজ শনিবার সকালে ঝালকাঠি সার্কিট হাউজের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংক ফিন্যানশিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় জেলার সব তফশিলি ব্যাংকগুলোর সমন্বয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক এ আয়োজন করে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো. মনজুরুল আলমের সভাপতিত্বে ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, বাংলাদেশ ব্যাংক বরিশালের যুগ্ম পরিচালক মো. হাবিবুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল কনফারেন্সের আহ্বায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ঝালকাঠি শাখা ব্যবস্থাপক এস এম খালিদ হোসেন তালুকদার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের