kalerkantho


মঠবাড়িয়ায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২১ অক্টোবর, ২০১৭ ১৭:১৭মঠবাড়িয়ায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, নাগরিক কমিটির সদস্য সচিব মো. নূর হোসাইন মোল্লা, কবি মুহাম্মদ আব্দুল খালেক, ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আনছার উদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।

পরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৩৯৭ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ও ফুল উপহার প্রদান করা হয়।মন্তব্য