kalerkantho


ফরিদপুরে অব্যাহত বর্ষণে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ অক্টোবর, ২০১৭ ১৪:৫২ফরিদপুরে অব্যাহত বর্ষণে জনজীবন বিপর্যস্ত

ফরিদপুরে অব্যাহত বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে ফরিদপুরে অব্যাহত বর্ষণ চলছে।

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজুল আমিন জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত দুই দিনের বৃষ্টির ফলে জেলা শহরের রাস্তা-ঘাটে মানুষজনের তেমন দেখা মেলেনি। শহরের সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। বাণিজ্যিক বিপণিবিতানগুলো ছিল ক্রেতাশূন্য। নিম্ন আয়ের মানুষের কাজ না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

 

 মন্তব্য