kalerkantho


আড়াইহাজারে জামাতার হাতে শ্বশুর খুন

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৭ ১৩:১৩আড়াইহাজারে জামাতার হাতে শ্বশুর খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা কালাপাহাড়িয়ার ইউনিয়নের হাজীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই মুসা মিয়াকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. জাফর মিয়া। তিনি হাজীরটেক এলাকার প্রয়াত সুরুজ মিয়ার ছেলে। আর আটক মুসা মিয়া একই এলাকার মোস্তফা মিয়া ছেলে। 

এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমানুর হোসেন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে মুসা মিয়ার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের হাতাহাতি শুরু হলে শ্বশুর জাফর ঝগড়া থামাতে যায়। এ সময় পাশে থাকা ইট দিয়ে মুসা শ্বশুরের বুকের বামপাশে আঘাত করে। এতে জাফর মিয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মুসা মিয়াকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মন্তব্য