kalerkantho


বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ২

বেনাপোল (যশোর ) প্রতিনিধি    

২০ অক্টোবর, ২০১৭ ১৮:৩৪বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ২

বেনাপোলে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ জসিম সরদার (২৫) ও মাসুদ রেজা (২৭) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পোর্ট থানার পুলিশ বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রাম থেকে তাদেরকে আটক করে।

আটক জসিম সরদার যশোর জেলার অভয়নগর থানার সিরাজকাঠি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং মাসুদ রেজা খুলনার ফুলতলা থানার যুগনিপাশা গ্রামের আ. সালামের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, "বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের ঈদগাহ মাঠের পাশে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে কেনাবেচা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ জসিম সরদার ও মাসুদ রেজাকে আটক করা হয়। এ অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কেউ জড়িত রয়েছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।" আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। মন্তব্য