kalerkantho


খুলনার রূপসা নদীতে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৭ ০১:০৬খুলনার রূপসা নদীতে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

খুলনার রূপসা নদী পার হতে গিয়ে ট্রলার থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ঐ ছাত্রের নাম খালিদ হাসান বলে জানা গেছে। খালিদ ঢাবির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার রাত ৮টার দিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান তার ছোট ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামের আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। তারা রূপসা নদী পার হওয়ার সময় একটি ট্রলার পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছুলে উঠতে গিয়ে শিক্ষার্থী খালিদ হাসানের পা পিছলে নদীতে পড়ে যান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি পরও তার সন্ধান মেলেনি।মন্তব্য