kalerkantho


ফরিদপুরে স্যানিটেশন মাসের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৯ অক্টোবর, ২০১৭ ১২:১৩ফরিদপুরে স্যানিটেশন মাসের পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে 'পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভবনা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রা উদ্বোধন করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। তাই শুধু ব্যক্তিগতভাবেই নয়। আমরা সবাই মিলে একটি  সুন্দর ও দূষণমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারি।"

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. আবু নাঈম আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল শফিকুল আলম প্রমুখ। পরে অতিথিরা হাত ধোয়া ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।মন্তব্য