kalerkantho


পাথরঘাটায় গাঁজাসহ সাপুড়ে গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৭ ২৩:৪৬পাথরঘাটায় গাঁজাসহ সাপুড়ে গ্রেপ্তার

ছবি: কালের কণ্ঠ

বরগুনার পাথরঘাটায় সঙ্গীসহ এক সাপুড়েকে ৮ শ গ্রাম গাঁজাসহ আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক কালের কণ্ঠকে জানান, গোপন সূত্রের ভিত্তিতে শহরের ৭ নম্বর ওয়ার্ডের জিয়া মাঠের (খেলার মাঠ) কাছে একটি দীঘির পাড় থেকে আট শ গ্রাম গাঁজাসহ ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. দুলাল (৩৫)  এবং তার সঙ্গী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দড়্গিন কবুতরখালী গ্রামের জাকির হোসেনের ছেলে মো. খলিলকে (৩৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

দুলাল একজন সাপুড়ে। সে সাপ ধরা ও সাপ খেলা দেখানোর পেশার আড়ালে মাদক ব্যবসা করে। ইতিপূর্বে একাধিক বার তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

ওসি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আলামতসহ আদালতে সোপর্দ করা হবে।মন্তব্য