kalerkantho


ময়মনসিংহে ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ০২:১৪ময়মনসিংহে ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছিনতাইকারীর গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত ঐ পুলিশ কনস্টেবলের নাম রাসেল।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজিরবাজার এলাকায় এ ঘটনায় ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে হাজিরবাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। এর ভিত্তিতে ভালুকা মডেল থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে হাজিরবাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল রাসেল গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের অভিযান শুরু করেছে।মন্তব্য