kalerkantho


কুষ্টিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ০১:৩৬কুষ্টিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার-পোড়াদহ সড়কের কবুরহাট বাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বিকাল সাড়ে তিনটার সময় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজারে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে পোড়াদহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শিশুসহ ২ জনের মৃত্যু হয়। 

বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।মন্তব্য