kalerkantho


ঢাকায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার বেনাপোলে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৭ ০৯:১৩ঢাকায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার বেনাপোলে

ঢাকা থেকে অপহৃত দুলাল (৫০) নামে এক ব্যবসায়ীকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টায় সীমান্তের বেনাপোল-দৌলতপুর সড়কের পাশ থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।ঘটনার শিকার কাপড় ব্যবসায়ী দুলাল চাঁদপুরের হাইমচর উপজেলার মুনাফের ছেলে।

জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে রাস্তায় একটি মাইক্রোবাস রাখার শব্দ পায় স্থানীয়রা। এ সময় তারা বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে বালির উপর এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার এএসআই বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, উদ্ধার হওয়া দুলাল ঢাকার মোহাম্মদপুরে কাপড়ের ব্যবসা করেন। সেখান থেকে কয়েকজন লোক তাকে জোর করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। উদ্ধারের পর মুমূর্ষু অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মন্তব্য