kalerkantho


বাগেরহাটে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি    

১৬ অক্টোবর, ২০১৭ ১৫:৪০বাগেরহাটে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

বাগেরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 'পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা' এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন, ডা. প্রদীপ কুমার বকসী, অধ্যাপক মোজাফফর হোসেন ও অধ্যাপক আব্দুর রব প্রমুখ।

বাগেরহাট জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসের আয়োজন করে। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে হাত ধোয়ার আয়োজন করা হয়। মন্তব্য