kalerkantho


সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১০ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর)প্রতিনিধি    

১৬ অক্টোবর, ২০১৭ ১৫:০৯সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১০ নারী-পুরুষ আটক

বেনাপোল পোর্ট থানার গাতিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ সোমবার দুপুরে ১০ তাদের আটক করা হয়।  আটককৃতদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে। 

এ ব্যাপারে ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে- এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গাতিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ পুরুষ ও ২ নারীকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মন্তব্য