kalerkantho


নড়াইলে কালিপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৭ ১৫:০১নড়াইলে কালিপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের মতবিনিময় সভা

নড়াইলে আসন্ন কালিপূজা যথাযথভাবে পালনের জন্য করনীয় বিষয়ে পুলিশের পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। একই সাথে সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে পুলিশ লাইনের দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল সদর) মোঃ জালাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি মলয় কান্তি নন্দী প্রমূখ। 

এ সময় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর জেলায় মোট ৬০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।মন্তব্য