kalerkantho


ফরিদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ অক্টোবর, ২০১৭ ১৪:৪৩ফরিদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ফরিদপুরে জাতীয় কন্যা শিশু দিবসে ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. আবু নাঈম মো. আব্দুছ ছবুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আ ন ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু নিরাপদ জীবন গড়তে বাল্য বিয়ে রোধ ও নির্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 মন্তব্য