kalerkantho


জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ২৩:৩৫জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

ফ্যানের সঙ্গে ঝুলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যলয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আদনান। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হলে (বি-ব্লক) ৪০৫ নম্বর রুমে চিৎকার শোনা যায়।

এ সময় রুমের দরজা বন্ধ দেখতে পায়। দরজা ভেঙে ভেতরে গিয়ে আদনানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানেকার কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। এবং জানাজার প্রস্ততি চলছে। আদনানের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।  তিনি আরো বলেন, এ রকম অপ্রত্যাশিত ঘটনায় আমরা মর্মাহত। ওর পরিবারকে খবর দেয়া হয়েছে। আমরা তাদের জন্য অপেক্ষা করছি।মন্তব্য