kalerkantho


চাঁদপুরে শুরু হলো জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৭ ২১:৪১চাঁদপুরে শুরু হলো জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

ছবি: কালের কণ্ঠ

চাঁদপুরে শুরু হয়েছে ১৭তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। লীগ পদ্ধতিতে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরের ৮টি উপজেলা অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচ চাঁদপুর সদর হাজীগঞ্জের সঙ্গে ড্র করে। নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষে উভয় দল এক পয়েন্ট করে অর্জন করে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহারসহ শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।মন্তব্য