kalerkantho


ভূঞাপুরে সাংবাদিক সোহেল পারভেজের স্মরণসভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৭ ২১:৩৪ভূঞাপুরে সাংবাদিক সোহেল পারভেজের স্মরণসভা

ছবি: কালের কণ্ঠ

সদ্য প্রয়াত সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল পারভেজের স্মরণ সভা বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কর্মী সমন্বিত স্মরণসভা উদযাপন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক শাহজাহন মিঞা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, প্রয়াত সোহেল পারভেজের বড় ভাই আব্দুল গফুর মিঞা ও প্যানেল মেয়র আব্দুস সাত্তার। আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, মুক্তিযুদ্ধের গবেষক শফিউদ্দিন তালুকদার, অধ্যাপক মনোয়ার হোসেন মনো, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ছড়াকার মামুন তরফদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।

এ সময় সোহেল পারভেজের সহধর্মিনী সংবাদিক জুলিয়া পারভেজ উপস্থিত ছিলেন। জলসা 'মৃত্যুতে অমর সোহেল পারভেজ' নামে একটি স্মরণিকা প্রকাশ করেছে। সোহেল পারভেজ দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি, প্রভাতী কিন্ডার গার্টেনের শিক্ষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সোহেল পারভেজ ১ অক্টোবর ইন্তেকাল করেন।মন্তব্য