kalerkantho


কুয়াকাটা সমুদ্র সৈকতে যুবক নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৭ ০৬:২২কুয়াকাটা সমুদ্র সৈকতে যুবক নিখোঁজ

ছবি : সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিবারের সদস্যদের নিয়ে গোসল করতে নেমে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই যুবকের নাম হাসান সিকদার (২৩)। তর বাড়ি কলাপাড়া উপজেলার বাদুরতলীতে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানায়, কলাপাড়ার বাদুরতলী এলাকার হাসান সিকদার নামের ওই যুবক তার স্ত্রী নুরুন্নাহারসহ পরিবারের অন্যান্য ৫/৬ সদস্য শুক্রবার কুয়াকাটা বেড়াতে আসে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে তারা সকলে গোসল করতে নামে। 

ঘণ্টাখানেক পরে হাসান সিকদার সবাইকে ডেকে তীরে উঠে প্রত্যেককে ফ্রেস হবার নির্দেশ দেয়। সে অনুযায়ী সবাই সাগরপাড় থেকে হোটেলে চলে যায়। ফ্রেস হয়ে পুনরায় সাগরপাড়ে এসে হাসান সিকদারের আর কোনো খোঁজা পাওয়া যায় না। এরপর হাসান সিকদারের নিখোঁজ থাকার খবরটি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি আ. করিম জানান, কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সে অনুযায়ী অনুসন্ধান অব্যাহত রয়েছে।মন্তব্য