kalerkantho


সিরাজগঞ্জে ছেলেসহ অভিযুক্ত ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ২০:২৭



সিরাজগঞ্জে ছেলেসহ অভিযুক্ত ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সিরাজ শিকদার ওরফে সিরাজ নামের এক ডাকাতকে তার ছেলে জহুরুল শিকদারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার চর কোনাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দুইটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিকেলে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র‌্যাব ১২'র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব ১২'র অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, "গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে  সিরাজগঞ্জ  ও টাঙ্গাইল জেলার নদীপথে ডাকাতি, খুন ও চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উভয় জেলার বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য