kalerkantho


রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদ

ফরিদপুরে গ্রাম থিয়েটারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ২০:১৯ফরিদপুরে গ্রাম থিয়েটারের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাম থিয়েটারের কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য ও সংষ্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী কুশল, আসমা আক্তার মুক্তা, আলম খান প্রমুখ। বক্তারা অবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করে নিরাপদে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।মন্তব্য