kalerkantho


ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ২২:২৬ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের ভূঞাপুরে রবিবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনা হিসেবে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভূঞাপুর ও উপজেলা প্রসাশন আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক কৃষি সম্পসার অধিদপ্তর খামারবাড়ি, টাঙ্গাইলের আবু আদনান, অতিরিক্ত উপপরিচালক মো. রওশন আলম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক মিঞা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কৃষি সম্পসারণ কর্মকর্তা আমিনা খাতুন। এ সময় প্রত্যেক চাষীকে এক কেজি মাসকলাই বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। মোট ২৭২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়।মন্তব্য