kalerkantho


সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩১সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  

আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম ইমা খাতুন ও রুমা খাতুন।  

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে তারা দুই বোন তাদের বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। এ সময় অসাবধান বশত ছোট বোন রুমা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন ইমাও পানিতে ঝাপ দেয়। এরপর দুই বোনই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা দুই বোনের মৃতদেহ পানি থেকে উদ্ধার করেন।  

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  


মন্তব্য