kalerkantho


দুর্নীতির প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে

লক্ষ্মীপুর জিল্লুর রহিম কলেজে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০০লক্ষ্মীপুর জিল্লুর রহিম কলেজে মানববন্ধন

লক্ষ্মীপুর সদরের জিল্লুর রহিম কলেজ পরিচালনা কমিটির আর্থিক দুর্নীতির প্রতিবাদ ও শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে মান্দারী বাজারে এ কর্মসূচীর আয়োজন করেন শিক্ষক ও কর্মচারী পরিষদ। এতে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মাহমুদুল হক, মো. গাজী ইসমাইল হোসেন, মামুনুর রশিদ ও সালেহ উদ্দিনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী। এ সময় বক্তারা কলেজের দুর্নীতির প্রতিবাদ ও শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানায়।

বক্তারা বলেন, ২০১৫ সালের অক্টোবর মাস থেকে (২৩ মাস) কলেজ থেকে শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। এমনকি বাড়ি ভাড়া ভাতা ও উৎসব ভাতাও বকেয়া রয়েছে। অথচ কলেজের অধ্যক্ষ কমল কৃঞ্চ সাহা ও পরিচালা কমিটির সভাপতি ফয়েজুর নেছা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও ভুয়া রশিদের মাধ্যমে কলেজের টাকা আত্মসাৎ করছেন।

গত বছরের কলেজের অডিটে ৫ লাখ ৩৫ হাজার টাকার অনিয়ম ও ১৪ লাখ ৫৪ হাজার টাকা ভুয়া রশিদের মাধ্যমে আত্মসাৎ করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।মন্তব্য