kalerkantho


নারী স্বাস্থ্য উন্নয়নে নেতৃত্ব বিষয়ে শেরপুরে সেমিনার

শেরপুর প্রতিনিধি    

২২ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৩৯নারী স্বাস্থ্য উন্নয়নে নেতৃত্ব বিষয়ে শেরপুরে সেমিনার

নারী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা উন্নয়নে নেতৃত্ব গঠন বিষয়ে শেরপুরে মডেল গার্লস কলেজ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ ও শেরপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে আজ শুক্রবার বিকেলে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, জেলা মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদিক  আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন প্রমুখ।

নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, সমাজকর্মী শামীম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল, পঞ্চমী দেব রুমা, উপমা, সোহেল রানা, শান্ত মিয়া প্রমুখ বক্তব্য দেন।

সেমিনারে নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচচর্যা, জরায়ু ও স্তন ক্যান্সার, গর্ভবতী ও প্রসূতি মায়ের সেবা, নিরাপদ রক্ত সঞ্চালন ব্যবস্থা, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া সংগ্রামী ও সফল নারীদের কর্মকাণ্ড তুলে ধরে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্ধুদ্ধ করা হয়। সভায় শেরপুরে দরিদ্র প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি তহবিল করা যায় কিনা সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে সদস্য গঠিত শেরপুর নারী রক্তদান সংস্থা, আদিবাসীদের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি), মডেল গার্লস কলেজসহ বিভিন্ন কলেজের ৮০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মন্তব্য