kalerkantho


রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি    

২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:০৩রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণগত্যার প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাগেরহাট নূর মসজিদ মোড়ে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা, রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে অং সান সু চির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ও বিচারের মাধ্যমে সু চির ফাঁসির দাবি জানান। একইসঙ্গে সু চি শান্তিতে যে নোবেল পেয়েছেন তা কেড়ে নেওয়ার দাবি জানানো হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় এবং তাদের ত্রাণসহ নানা ধরনের সহযোগিতা প্রধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।

পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অং সান সু চির কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়ে দেন মুসল্লিরা।

সমাবেশে বক্তব্য দেন আমিরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, শামসুদ্দীন তুহা, ওসমান গনি, শহীদুল ইসলাম, মাস্টার আলামিন, ইবনে মিজান হিরু প্রমুখ। গণমিছিলে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। মন্তব্য