kalerkantho


শাবির গবেষণা সেন্টারে পূবালী ব্যাংকের ২৫ লাখ টাকা অনুদান

শাবি প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৪০শাবির গবেষণা সেন্টারে পূবালী ব্যাংকের ২৫ লাখ টাকা অনুদান

ছবি: কালের কণ্ঠ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হাতে চেক তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। ব্যাংকটির বাত্সরিক অনুদানের অংশ হিসেবে এ অর্থ দেওয়া হয়েছে। তাছাড়া প্রথম ছাত্রী হলের ওয়াইফাই সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত আরো দুই লাখ টাকার হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সকল অনুষদের ডীনবৃন্দ ও পূবাঈ ব্যাংকের পক্ষ থেকে সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক বি এম শহিদুল হক প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গবেষণা কাজে পূবালী ব্যাংকের নিয়মিত অবদানের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এম এ হালিম চৌধুরী দেশসেরা এ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে একটু হলেও অবদান রাখতে পারায় গর্ববোধ করেন বলে জানান।মন্তব্য