kalerkantho


রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০২রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক ও কর্মচারিরা অংশ নেন। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম মিঞা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. লোকমান হোসেন, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। 

শরনার্থী রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।মন্তব্য