kalerkantho


দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি    

২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪২দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকটিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইজনকে কুপিয়েছে প্রতিপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন পুষ্পকাটি গ্রামের শেফাতুল্লাহ শেখের ছেলে রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রফিকুল ও মনিরুল পুষ্পকাটির একটি দোকানে বসেছিলেন। জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ কেয়ামদ্দীন গাজীর ছেলে মোকছেদ গাজী, জলিল গাজীর ছেলে শাহাদাৎ হোসেন, মৃত জালাল সরদারের ছেলে তরিকুল ইসলামসহ আট-দশজন চাপাতি, রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় রফিকুল ও মনিরুলের মাথা, ডানহাত ও পায়ের একাধিক স্থানে কুপিয়ে জখম করা হয়। তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বেলা ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়।

দেবহাটা থানার ওসি কাজী কামাল এ ঘটনা নিশ্চিত করে বলেন, "অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।" মন্তব্য