kalerkantho


ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি    

২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৩৬ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা

ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কর্মসূচির আওতায় ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। ব্র্যাকের সহযোগিতায় ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা  অংশগ্রহণ করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ঝালকাঠি জেলা শাখার ব্যবস্থাপক অনিল কুমার রায়। ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মো. মাহাবুবুজ্জামান স্বপনের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, কাউন্সিলর তরুণ কুমার কর্মকার ও ব্র্যাক প্রতিনিধি আবদুস সামাদ।

কর্মশালায় নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে অবহিত করা হয় অংশগ্রহণকারীদের।মন্তব্য