kalerkantho


মাগুরায় সুচি'র ছবিতে ঘৃণা প্রকাশ ও অগ্নি সংযোগ

মাগুরা প্রতিনিধি    

২০ সেপ্টেম্বর, ২০১৭ ২০:১৬



মাগুরায় সুচি'র ছবিতে ঘৃণা প্রকাশ ও অগ্নি সংযোগ

ছবি : কালের কণ্ঠ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মাগুরা শহরের কদম তলায় অং সান সুচির ছবিতে ঘৃণা প্রকাশ ও অগ্নি সংযোগ করেছে মাগুরা জেলা দুর্নীতি দমন মঞ্চ নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২ টায় তারা এ কর্মসূচি পালন করে। 

এসময় রেদোয়ান সায়েদীন লিজু, শতদল বিশ্বাস, সউদ আল ফয়সাল, মেহেদী হাসান সালাউদ্দিন, বাহারুল ইসলাম রত্না, সিরাজুল ইসলামসহ অত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য