kalerkantho


ফরিদগঞ্জে শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

চাঁদপুর প্রতিনিধি    

২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩১ফরিদগঞ্জে শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনীসহ বেশ কিছু শিক্ষামূলক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, শাশিয়ালী উচ্চ বিদ্যালয়, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এবং পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে এসব বই তুলে দেন বিশিষ্ট চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক ভিপি হারুনুর রশিদ সাগর।

পৃথক অনুষ্ঠানে বিতরণকালে ডা. হারুনুর রশিদ সাগর বলেন, "বাঙালি জাতির ভিত যিনি গড়েছেন সেই বঙ্গবন্ধুকে জানার জন্য এসব বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে পরবর্তী প্রজন্ম দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। মন্তব্য