kalerkantho


সাভারে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫৫সাভারে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে সড়ক দুর্ঘটনায় শান্ত হোসেন (২২)  নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ দুইজন। ‌আজ বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শান্ত শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক রাশেদ (৩০), হেলপার শান্ত (২২) এবং সজিব (২৫) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত  ঘোষণা করেন।

আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাছির আহমেদ। বিকেল পর্যন্ত আহতদের জ্ঞান ফেরেনি।মন্তব্য