kalerkantho


ফরিদপুরে বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে এনজিও কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০৪ফরিদপুরে বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় নাসিরুল ইসলাম (৪২) নামে এক এনজিও কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কামারখালীতে এ ঘটনা ঘটে।

নিহত নাসিরুল আশা নামের একটি বেসরকারি সংস্থার কামারখালী শাখার এক কর্মী। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বদলপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

এ ব্যাপারে ‘আশা’র কামারখালী শাখা ব্যবস্থাপক তপন কুমার দাস জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ঝড়ো হাওয়ায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) ১১ হাজার ভোল্টেজ লাইনের একটি তার ছিঁড়ে কার্যালয়ের টিনশেড ঘরের ওপর পড়লে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ওই ঘর থেকে নাসিরুল দৌড়ে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু জানালার গ্রিলের সাথে সে জড়িয়ে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।মন্তব্য