kalerkantho


চাকরিতে নিয়োগের দাবি

ফরিদপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০৫ফরিদপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মানববন্ধন

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগসহ চার দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রার্থীরা। 

আজ মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অর্ধশতাধিক প্রার্থী ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. শাহীন আলী, মিতু সরকার, মিজানুর রহমান,ফাহমিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ১৩তম বেসরকারি শিক্ষক বিন্ধন পরীক্ষার পরিপত্র ও গেজেট বাস্তবায়নের মাধ্যমে তাদের দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চার দফা দাবি হচ্ছে-পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তম দের দ্রুত ও একক নিয়োগ, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন, পিএসপির আদলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ এবং শূন্য আসনের বিপরীতে দ্রুত নিয়োগ

  মন্তব্য