kalerkantho


সেনবাগে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী    

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:২৪সেনবাগে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৮

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজারের তিন পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা লক্ষ্মীপুর থেকে রূপসী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক ফেনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে আসা যমুনা সার্ভিসের একটি বাস সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারসংলগ্ন তিন পুকুরিয়া নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। আহত হন আরও ২০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

সেনবাগ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।মন্তব্য