kalerkantho


দিনাজপুরের সিপিবি বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার স্মারকলিপি প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৪৬দিনাজপুরের সিপিবি বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার স্মারকলিপি প্রদান

দিনাজপুরের সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার পক্ষ থেকে রেলের টিকিট কালো বাজারি বন্ধ, রেলের অনিয়ম দুর্নীতি বন্ধ, দিনাজপুর রেল স্টেশন চত্বরে সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ, অপহরণ ও সন্ত্রসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, স্টেশন চত্বরে মাদক, অনৈতিক কর্মকাণ্ড বন্ধ, অবৈধ দখল দারদের হাত থেকে রেলওয়ের জমি সম্পত্তি উদ্ধার ও প্লাটফর্মে বসবাসকারি অসহায় ভাসমান মানুষদের পূর্ণবাসনের দাবিতে আজ বুধবার সকাল ১০টায় স্টেশন সুপার বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা সভাপতি এ্যাডঃ কমরেড মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড বদিউজ্জামান বাদল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আনোয়ার আলী সরকার, বাসদ (মাহাবুব) নেতা সন্তোষ গুপ্ত, বাসদের সাধারণ সম্পাদক বাসন্তি মালাকার, বাসদ (মার্কসবাদী) সদস্য এস এম মনিরুজ্জামান ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অমৃত কুমার রায়। মন্তব্য