kalerkantho


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৩ আগস্ট, ২০১৭ ১৪:৫৮ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পুলিয়া-গাবতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


 
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে তুমুল বৃষ্টি হচ্ছিল। এ সময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পিকআপ ভ্যানচালক মামুন শেখ (৩০) ঘটনাস্থলেই নিহত এবং ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 


মন্তব্য