kalerkantho


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৩ আগস্ট, ২০১৭ ১৪:৫৮ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পুলিয়া-গাবতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে তুমুল বৃষ্টি হচ্ছিল।এ সময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পিকআপ ভ্যানচালক মামুন শেখ (৩০) ঘটনাস্থলেই নিহত এবং ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 


মন্তব্য