kalerkantho


চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ০০:৪৯চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ৩

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৮ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার চুনতি খান দিঘী নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক নাছির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে। আটককৃতরা হল- সিলেট জেলার পরান থানার রফিক মিয়ার বাড়ির আবদুল বারিকের ছেলে মুহাম্মদ আজিজুল হক (৩৪) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রঘুনাথপুর মাঈন উদ্দিন বেপারী বাড়ির মৃত মুজিবুল হকের ছেলে আবুল বাসার (২৭)।

অপরদিকে থানার উপ-পরিদর্শক মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করে। আটক ব্যক্তি কক্সবাজার জেলার সদর থানার পিএম খালীর ছনখোলা মাঝের পাড়া এলাকার মো. ফরিদ উল্লাহর ছেলে মো. মোহরম আলী (২৩)।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


মন্তব্য