kalerkantho


হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও করণীয় বিষয়ে ফেনীতে কর্মশালা

ফেনী প্রতিনিধি    

২২ আগস্ট, ২০১৭ ২০:৫২হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও করণীয় বিষয়ে ফেনীতে কর্মশালা

তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফেনীতে। বেসরকারি সংস্থা বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে শহরের সিজলার রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, সহকারী পুলিশ সুপার খালেদ হোসাইন এবং বিএমএ ফেনীর সহসভাপতি ডা. দেলোয়ার হোসেন। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ফেনীর প্রতিনিধি মশিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।

বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফেনীর উপপরিচালক আবুল কালাম, সমাজসেবা অধিদপ্তর ফেনীর উপপরিচালক মোস্তাকুর রহিম খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাকসুদুর রহমান, ইসলামী  ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক সরকার সরোয়ার আলম, পরিসংখ্যান বিভাগ ফেনীর উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল, জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস, জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, কালের কণ্ঠ'র ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, হিজড়া প্রতিনিধি সুন্দরী প্রমুখ।


মন্তব্য