kalerkantho


আওয়ামী লীগ নেতার মামলায় যুবলীগ নেতা জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২২ আগস্ট, ২০১৭ ২০:৪২আওয়ামী লীগ নেতার মামলায় যুবলীগ নেতা জেল হাজতে

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর এবং আওয়ামী লীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করার মামলায় একই উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
 
আজ মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলীর আদালতে আসামি বাদল হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
বাদী চৌধুরী সাব্বির আলীর আইনজীবী মো. হাফিজুর রহমান হাবিব বলেন, "আসামি বাদলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আওয়ামী লীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়। পরে ওই ঘটনায় সালথা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলার পর থেকে বাদল হোসেন পলাতক ছিলেন। আজ মঙ্গলবার বাদল হোসেন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।"                                                                                                                    

মন্তব্য