kalerkantho


নওগাঁয় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৭ ০০:৫৪নওগাঁয় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নওগাঁয় বন্যার পানিতে ডুবে আম্বিয়া (৯) ও আলেফ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আম্বিয়া পোরশার উপজেলার পুরাতন দিয়াড়াপাড়ার লালু চাঁনের মেয়ে ও আলেফ আত্রাইয়ের চকশিমলা গ্রামের আলম সরদারের ছেলে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে পোরশায় বন্যার পানিতে নৌকা ডুবে আম্বিয়া নিখোঁজ হয়। পরে পূনর্ভবা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে আত্রাইয়ে বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে আলেফের মৃত্যু হয়।


মন্তব্য