kalerkantho


২১ আগস্ট ও ১৫ আগস্ট উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া মাহফিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    

২১ আগস্ট, ২০১৭ ১৮:৩৭২১ আগস্ট ও ১৫ আগস্ট উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া মাহফিল

একুশ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ সব হতাহত ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা শ্রমিক লীগের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় এলাকায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় ঢাকা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এমদাদুল হক দাদনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আ. আজিজ দেওয়ান, শ্রমিক লীগ নেতা মো. শওকত, রহিম বেপারী, পারভীন আক্তার, মাহমুদা, আমেনা বেগম প্রমুখ। দোয়া মাহফিল শেষে প্রায় দুই হাজার দুঃস্থ মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়। মন্তব্য