kalerkantho


ঝালকাঠিতে পুলিশের সুধী সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি    

২১ আগস্ট, ২০১৭ ১৫:৫৪ঝালকাঠিতে পুলিশের সুধী সমাবেশ

বরিশালের নবাগত ডিআইজির সঙ্গে ঝালকাঠির গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ঝালকাঠির পুলিশ লাইনস মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইয়েদুজ্জামান, বরিশাল ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পিপি আব্দুল মান্নান রসুল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল, নুরুল ইসলাম সুরুজ প্রমুখ।


মন্তব্য