kalerkantho


ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৭ ১৪:৪৯ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। 

আজ সোমবার সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নেতৃবৃন্দরা। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। 

বক্তারা গ্রেনেড হামলার সাথে জড়িত দোষি ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান। মন্তব্য