kalerkantho


২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ, সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ আগস্ট, ২০১৭ ১৪:৩১২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ, সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, এমরান হোসেন রিমন, গোলাম মোস্তফা খোকন, সেলিম হাসান, এটিএম জামিল তুহিন প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরেও ২১ আগস্ট  গ্রেনেড হামলার ঘটনার বিচার কাজ শেষ হয়নি। তারা ওই হামলার সাথে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


মন্তব্য